Logo

আন্তর্জাতিক    >>   রাশিয়ার নাগরিকদের পশ্চিমা দেশে ভ্রমণ না করার আহ্বান

রাশিয়ার নাগরিকদের পশ্চিমা দেশে ভ্রমণ না করার আহ্বান

রাশিয়ার নাগরিকদের পশ্চিমা দেশে ভ্রমণ না করার আহ্বান

রাশিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সতর্কবার্তা দিয়েছেন।

মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এমন এক অবস্থায় পৌঁছেছে যা বিপজ্জনক ফাঁদে পরিণত হতে পারে। রাশিয়ার নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "ব্যক্তিগত বা সরকারি প্রয়োজন ছাড়া যুক্তরাষ্ট্র সফর করা এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ।"

তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমা দেশগুলো, যেমন কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও ভ্রমণ এড়িয়ে চলা উচিত।" এসব দেশকে তিনি যুক্তরাষ্ট্রের ‘স্যাটেলাইট’ হিসেবে উল্লেখ করেন।

এই সতর্কবার্তার আগে যুক্তরাষ্ট্রও তাদের নাগরিকদের রাশিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল। যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার সুরক্ষা কর্মকর্তারা তাদের নাগরিকদের হেনস্থা বা আটক করতে পারে।

মারিয়া জাখারোভা ইউক্রেনের কথিত নেতা ভ্লাদিমির জেলেনস্কির সমালোচনা করে বলেন, "জেলেনস্কি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। এটি প্রমাণ করে যে কিয়েভের অগ্রাধিকার শান্তি নয়।"

তিনি আরও উল্লেখ করেন, ইউক্রেনের চলমান সংঘাতের জন্য কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা দায়ী।

রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে ভাঙনের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেন জাখারোভা। তিনি বলেন, "এই অবস্থায় রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে পশ্চিমা দেশে ভ্রমণ যথাসম্ভব এড়িয়ে চলা উচিত।"





P.S 220 Winter concert

P.S 220 Winter concert